Month: September 2017

আইডিয়া এবং প্রোডাক্ট সোর্সিং

আইডিয়া এবং প্রোডাক্ট সোর্সিং

২০১৫ সালের দিকে কোরিয়ান এক কলিগের সাথে সাথে চায়না গিয়েছিলাম বিজনেস ট্যুরে। সে আর কোথাও না গেলেও বিভিন্ন মার্টে যায় ঘুরতে এবং কিনতে। ঘুরে ঘুরে যা দেখে তা হল বিভিন্ন প্রোডাক্টের লেভেল। পণ্যের দাম, প্রোডাক্টটি কোথায় তৈরী এবং যদি ইম্পোর্ট করা হয়ে থাকে কোথা থেকে ইম্পোর্ট করা এবং (যদি প্রয়োজনীয় হয়) সেই কোম্পানির ঠিকানা। তার অন্যতম ডায়লগ ছিল Sourcing Good Products with Best Price।

যত ভাল আইডিয়াই থাকুক না কেন প্রোডাক্ট সোর্সিং একটা বড় ফ্যাক্টর যেটা দিয়ে আপনি অন্যদের চেয়ে আলাদা হবেন। ধরুন একটি অনলাইন শপ কিংবা স্বপ্নের মত মার্টে একটি পেন্সিল বিক্রি করছে ৭ টাকায়। আপনি খোজ নিয়ে দেখলেন পেন্সিলটি চায়না থেকে আমদানি করা। আপনি একটি পেন্সিল কিনে নিলেন এবং কোয়ালিটি পরীক্ষা নিরীক্ষা করলেন। এখন একজন ভাল উদ্যোক্তার কাজ হবে (যদি সেই প্রোডাক্ট নিয়েই আপনি ব্যবসা করতে চান) এই প্রোডাক্ট সবচেয়ে কম দামে এবং ভালো কোয়ালিটি নিয়ে কোথা থেকে সোর্সিং করা যায়।

এইজন্য আপনি যে আইডিয়া কিংবা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্ট সব তথ্য আপনার আয়ত্তে থাকতে হবে। গুগলিং করতে হবে।

কয়েকদিন আগে কোরিয়ায় নামকরা এক কোম্পানিতে চাকরিরত এক ছোট ভাই একটা আইডিয়া শেয়ার করলো। সে জানালো আইডিয়াটা একেবারেই নতুন। তার সাথে আইডিয়া নিয়ে বিস্তারিত আলাপ করার পর দুই/তিনদিন ইন্টারনেট ঘেঁটে প্রায় কাছাকাছি বেশ কয়েকটা কোম্পানি পাইলাম যা তারা ইতিমধ্যেই করে ফেলেছে। নতুন আইডিয়া বের করা আসলেই খুবই কঠিন। আপনি বাংলাদেশে বসে যা ভাবছেন হয়ত আর্মেনিয়ায় বসে আরেকজন উদ্যোক্তাও একই সময়ে তা ভাবছে।

ঘটনাটি বলার কারণ হল পৃথিবীতে বিভিন্ন দেশে ইতিমধ্যে সফলভাবে হয়ে গেছে এইরকম স্টার্টআপ কিংবা আইডিয়ার সংখ্যা হাজার হাজার। ইন্টারনেট ঘেঁটে ঐগুলো বের করে বাংলাদেশ উপযোগী করে নিলেই একটি নতুন আইডিয়া হয়ে যায়।

আইডিয়া সোর্সিং হলো একেবারে বেসিক। প্রোডাক্ট সোর্সিং হলো আপনার শক্তি, মনোবল। এইসব করেও মার্কেটিং এ ফেল মারলে সব জলাঞ্জলি।